
প্রিন্ট: ১০ মার্চ ২০২৫, ১০:৩১ পিএম
আজমত আলী আর নেই

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চীনের প্রাচীর খ্যাত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আজমত আলী আর নেই। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় গাজীপুরের হরিনাল দক্ষিণপাড়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গাজীপুর তথা বাংলাদেশের ফুটবল অঙ্গনের প্রিয় মুখ ছিলেন আজমত আলী।
১৯৮৫ সালে সাদা/সবুজ দল ও ১৯৮৬-৮৭ সালে জাতীয় দলের অধিনায়ক ছিলেন।
আশির দশকের জনপ্রিয় ফুটবলার আজমত আলী মোহামেডান, বিজেএমসিতে খেললেও ব্রাদার্সের আজমত হিসাবেই বেশি পরিচিত ছিলেন। একসময়ের সেরা স্টপার ব্যাক আজমত ফুটবলজীবন শুরু করেছিলেন রাইট-ব্যাক হিসাবে। ধারাভাষ্যকাররা তাকে চীনের প্রাচীর বলতেন। আর মোহামেডান ও আবাহনীর সমর্থকদের কাছে তিনি ছিলেন ‘ব্রাদার্সের বেড়া’।
মোহামেডান, বিজেএমসি, ব্রাদার্সের পাশাপাশি খেলেছেন জাতীয় দলে। জাতীয় দলে অধিনায়কত্ব করলেও আজমত কখনোই লিগে অধিনায়কত্ব করার সুযোগ পাননি। তার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গভীর শোক জানিয়েছে।