অধ্যক্ষ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ
চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাবা ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক এমপি অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯২ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শোকযাত্রা, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ফাউন্ডেশন চরফ্যাশন-মনপুরার ৩১৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, শিক্ষাবৃত্তি ও সম্মাননা ক্রেস্ট দেবে। ব্রজগোপাল টাউন হলে সংবর্ধনা অনুষ্ঠানে উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরিবার সূত্রে জানা যায়, এমএম নজরুল ইসলাম ১৯৪৩ সালের ১৬ অক্টোবর তৎকালীন বরিশাল জেলার ভোলা মহকুমার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চাঁদপুর গ্রামের পণ্ডিতবাড়িতে জন্ম নেন। তিনি ১৯৬৪ সালে তিনি বরিশাল বিএম কলেজ থেকে বিএ পাস এবং ১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি অর্জন করেন। কিছুদিন বরিশাল কাশিমপুর হাইস্কুলে শিক্ষকতা করেন। সেখান থেকে তিনি চরফ্যাশন উপজেলার দুলার হাট হাইস্কুলে, পরে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৬৮ সালে তিনি চরফ্যাশন কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন।
এমএম নজরুল ইসলাম বরিশাল ছাত্র ইউনিয়ন এবং পরবর্তী সময় ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেন। জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে স্বাধিকার আন্দোলনে ভূমিকা রাখেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ সালের ১৩ ডিসেম্বর বঙ্গবন্ধু উপকূলীয় জনপদ পরিদর্শনের অংশ হিসেবে চরফ্যাশন কলেজ মাঠে আগমন করেন। এ সময় কলেজ এবং চরফ্যাশনের মানুষের দাবি-দাওয়া তুলে ধরে সভায় বক্তব্য দেন অধ্যক্ষ নজরুল ইসলাম। এতে তিনি চরফ্যাশনবাসীর কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।