রাবির শিক্ষা কার্যক্রম শুরু রোববার
রাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা) আগামী রোববার থেকে চালুর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. তারিকুল হাসান পদত্যাগ করায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে তার জায়গায় অতিরিক্ত-রেজিস্ট্রার শেখ সাদ আহমেদকে দায়িত্ব দেওয়াসহ আরও দুটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিক। অন্য দুটি সিদ্ধান্ত হলো, বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের স্থগিত ভর্তি কার্যক্রম সম্পন্ন করে শিগগিরই ক্লাস চালু এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক পদত্যাগ করায় তার জায়গায় অফিসের জ্যেষ্ঠতার ভিত্তিতে একজনকে দায়িত্ব দেওয়া। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রমাণিক ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক বিমল কুমার প্রামাণিক।