Logo
Logo
×

খবর

অসহযোগ আন্দোলনে ফাঁকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

Icon

সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রোববার থেকে শুরু হয়েছে সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এ আন্দোলনের প্রভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কুমিল্লার প্রাণকেন্দ্র পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যেতে দেখা যায়নি। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ছোট ছোট কিছু যান চলতে দেখা গেলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ ছিল ফাঁকা। এদিন সকাল থেকে মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের বিভিন্ন স্থানে ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এদিকে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্পটে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা।

কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী বলেন, দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) খাদেমুল বাহার বলেন, সদর দক্ষিণের কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। কাউকেই সাধারণ মানুষের জানমালের ক্ষতি করতে দেওয়া হবে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম