ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীনবরণ রোববার স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম। উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কোষাধ্যক্ষ মো. শামছুল হুদা, ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, অধ্যাপক ড. মাহফুজুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, এবিএম ইমদাদুল হক খান এবং অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাসার খানসহ শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।