Logo
Logo
×

খবর

গৃহকর্মীদের ভিসা পরিবর্তনের সুযোগ দিল কুয়েত

Icon

কুয়েত প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রায় এক যুগ পরে কুয়েতে ২০ নম্বর গৃহকর্মী থেকে ১৮ নম্বর শোন প্রাইভেট সেক্টর ভিসায় পরিবর্তনের সুযোগ দিয়েছে কুয়েত সরকার। ১৪ জুলাই হতে ১২ সেপ্টেম্বর সময়সীমার মধ্যে নির্দিষ্ট শর্ত মেনে ভিসা পরিবর্তন করতে পারবেন গৃহকর্মীরা। শনিবার স্থানীয় গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।

অবশ্য অন্যত্র কাজের জন্য বর্তমান মালিকের অনুমতিপত্র নিতে হবে। ৫০ কুয়েতি দিনার সরকারি ফি এবং প্রতি বছর আকামা নবায়নের সময় ১০ দিনার ফি দিতে হবে।

কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারি জনশক্তি বিভাগের চেয়ারম্যান শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহর সঙ্গে বেসরকারি খাতে কর্মী নিয়োগে এ সিদ্ধান্ত হয়। জানানো হয়েছে, শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিস্তারিত উল্লেখ করা হবে।

কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন, অনেক তরুণ গৃহকর্মী যাদের অনেকেই শিক্ষিত এবং বিভিন্ন কাজে দক্ষ তারা প্রাইভেট সেক্টরে ভিসা পরিবর্তন করলে আয় বাড়ার পাশাপাশি দেশের রেমিট্যান্সের পরিমাণও বৃদ্ধি পাবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম