Logo
Logo
×

খবর

সিলেটে সংবাদ সম্মেলনে মহিলার দাবি

কাউন্সিলর আজাদের বাসায় হামলা সাজানো নাটক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট নগরীর টিলাগড়ে ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলার ঘটনাকে পরিকল্পিত ও সাজানো নাটক বলে দাবি করেছেন স্থানীয় এক নারী। এর আগে কুরবানির পশুর হাটের পারিশ্রমিক চাওয়ায় কাউন্সিলরের লোকজন হামলা করে শিশুসহ কয়েকজনকে আহত করে। ঘটনার সুষ্ঠু তদন্তে কাউন্সিলরের বাসার সিসি ক্যামেরা ফুটেজ যাচাইয়ের দাবি জানান এই মহিলা। রোববার দুপুরে সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন টিলাগড়ের কল্যাণপুর এলাকার শেখ নাঈমুর রহমান রাব্বির স্ত্রী শেখ তাহমিনা রহমান। তাহমিনা বলেন, টিলাগড় গরুর বাজারের শ্রমিক হিসাবে আমার স্বামী শেখ নাঈমুর রহমান রাব্বি এবং স্থানীয় সামাদ, নাসির, রিয়াজ, বুরহান, রুবেলসহ অনেকে কাজ করেছেন। কিন্তু বাজারের মূল ব্যক্তি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ এসব শ্রমিককে পারিশ্রমিক দেননি। টাকা না দিয়ে উলটো টাকা চাওয়ায় ক্ষিপ্ত হন।

তাহমিনা অভিযোগ করেন, এর জেরে ২৭ জুন কাউন্সিলরের ভাতিজা চিহ্নিত সন্ত্রাসী সাদিকুর রহমান আজলার নেতৃত্বে আমাদের বাসাসহ অন্তত ৩ শ্রমিকের বাসায় অতর্কিত হামলা, ভাঙচুর, স্বর্ণালংকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র লুট করে। এমনকি আমার কোলের শিশুকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে মারে। অস্ত্র ঠেকিয়ে আমার দুই হাতে থাকা স্বর্ণের বালা, গলার চেইন ও কানের দুলসহ দুই ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং সম্ভ্রমহানির চেষ্টা চালায়। চিৎকার শুনে পাশের বাসার এক চাচা এগিয়ে এলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম