Logo
Logo
×

খবর

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নাটোরে কারাগারে ১২ আসামি

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখমের মামলায় রোববার ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রওশন আলমের আদালতে ১৪ আসামি জামিন আবেদন করেন। বিচারক তাদের ৯ জনের জামিন নামঞ্জুর করে অপর পাঁচ অভিযুক্তকে জামিন দেন। এর আগে গ্রেফতার অপর তিন আসামিকে কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো আসামিরা হলেন-রাশেদুল ইসলাম কোয়েল, কানন, হৃদয়, গোলাম কিবরিয়া সেলিম, সজিব ওরফে টোকাই সজিব, আমিরুল ইসলাম জনি, প্রিন্স, মোহন, মাহতাব কমিশনার, সবুজ, রাসু ও রানা। জামিনপ্রাপ্তরা হলেন-সুমন মৃধা, স্বপন, শিহাব, সৌমেন ও রাসু-২। তারা সবাই নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুলের অনুসারী বলে জানা গেছে।

আদালত সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বুধবার নাটোর জেলা বিএনপির সমাবেশ ছিল। বিএনপি নেতা বাচ্চু সকাল ৯টায় দলীয় কর্মী মশনুর ফেরদৌস হিটলুর মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের আক্রমণ করেন। তারা বাচ্চুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত ও দুই পায়ের রগ কেটে দেন। কিছু সময় পর অভিযুক্তরা সমাবেশে হামলা করেন। তারা লাঠি দিয়ে আঘাত করেন প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে। এতে তার হাত ভেঙে যায়। এ সময় আহত হন আরও সাতজন। এ ঘটনায় শনিবার দুপুরে বাচ্চুর স্ত্রী সুলতানা পারভীন নাটোর থানায় মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম