Logo
Logo
×

খবর

বরিশালে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থী অচেতন

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশালে এইচএসসি পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে হলের সামনে থেকে অচেতন অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। রোববার নগরীর অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্র থেকে উদ্ধার সোমা আক্তার সুমনা (১৭) সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং পশ্চিম কাউনিয়ার বাসিন্দা সুমনের মেয়ে। অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, পৌঁনে ১০টার দিকে হলের সামনের বারান্দায় এক ছাত্রী বমি করে একপর্যায়ে অজ্ঞান হয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিতে এসেছিল। বরিশাল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক সোমা বলেন, বিষ জাতীয় কিছু খাওয়ার কারণে ছাত্রী বমি করছিল। বমির সঙ্গে সাদা পাউডার জাতীয় পদার্থ বের হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, সে বিষ জাতীয় কিছু খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তার অবস্থা গুরুতর। সে কথা বলতে পারছেন না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম