Logo
Logo
×

খবর

কসবায় মাথাবিহীন নারীর লাশ

মাদক ব্যবসার দ্বন্দ্বে রাবুকে কুপিয়ে হত্যা

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাথাবিহীন অর্ধগলিত অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় মৃত্যুরহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। তার নাম রাবেয়া ইসলাম রাবু (৩৩)। তিনি জেলার নবীনগরের রসুল্লাবাদের মৃত আলী আজম সরকারের মেয়ে। মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। গ্রেফতাররা হলেন কসবার বায়েক ইউনিয়নের কাশিরামপুরের মৃত সোনা মিয়ার ছেলে সামসুল ইসলাম মিন্টু, রঘুরামপুর দক্ষিণপাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুল আলীম ও মৃত সামসু মিয়ার ছেলে কুডু মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোনাহর আলী জানান, ২ জুলাই কাশিরামপুরে পাহাড়ের ঢালে বাঁশঝাড় থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। সেখানে পাওয়া কিছু আলামত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় পাওয়া যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে নিহতের ভাই মামলা করেন। পুলিশ তদন্তে ঢাকা থেকে গ্রেফতার করে মাদক ব্যবসায়ী মিন্টুকে। তার দেওয়া তথ্যে কসবা থেকে গ্রেফতার করা হয় আলীম ও কুডুকে। শনিবার বিকালে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, তিন আসামি জানান রাবু মাদক বহন করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। কিছুদিন আগে রাবু তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা নিয়ে যান। কিন্তু গাঁজার টাকা আর ফেরত দেননি। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে তারা ২৫ জুন রাবুকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বাঁশঝাড়ে ফেলে যান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম