Logo
Logo
×

খবর

সড়কে শিক্ষার্থীসহ ঝরল ১২ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সড়কে শিক্ষার্থীসহ ঝরল ১২ প্রাণ

সড়ক দুর্ঘটনায় দশ স্থানে শিক্ষার্থীসহ ১২ জন প্রাণ হারিয়েছেন। রোববার ও আগের দিন এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রাজধানীতে নারীসহ তিনজন, গাজীপুরে কৃষক, রাজশাহীতে বৃদ্ধ, বগুড়ায় ট্রাকচালক, কুমিল্লায় শিক্ষার্থী, জয়পুরহাটে যুবক, হবিগঞ্জে গৃহবধূ, ভোলায় ব্যবসায়ী, সিলেট ও টাঙ্গাইলে দুই মোটরসাইকেল চালক রয়েছেন। স্টাফ রিপোর্টার, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ঢাকা : রাজধানীতে শনিবার রাতে ও রোববার দুপুরে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রোববার দুপুরে উত্তরার খালপাড় এলাকায় অটোরিকশার ধাক্কায় এক নারীর মৃত্যু হয়। তার নাম নুরজাহান বেগম। অন্যদিকে শনিবার গভীর রাতে মহাখালীর আমতলী ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে ৪০ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। এদিকে রাজধানীর মিরপুরে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় যুবক বিল্লাল হোসেন নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় বিল্লালকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিল্লালের স্ত্রী বানু আক্তার জানান, মিরপুর-১ নম্বরের গোদারাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন তারা। তার স্বামী মিরপুর-১ এ পোশাক কারখানায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। 

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ধনিয়া বিক্রি করতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় কৃষক চাঁন মিয়া নিহত হয়েছেন। রোববার উপজেলার গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মৈশাইর বাজার ব্রিজ সংলগ্ন রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। চাঁন মিয়া মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামের মৃত আয়েছ আলীর ছেলে।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ ইমরান আলী নিহত হয়েছেন। রোববার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমরান আলী উপজেলার চক আমোদপুর গ্রামের মৃত মহেন আলীর ছেলে। শুক্রবার তিনি দুর্ঘটনার শিকার হন।

বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাক-ভটভটির সংঘর্ষে চালক চাঁন মিয়া নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকচালক চাঁন মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ গেট এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে।

দাউদকান্দি (কুমিল্লা) : মোটরসাইকেলের ধাক্কায় দাউদকান্দি পৌরসভা হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সমিরন আক্তারের মৃত্যু হয়েছে। রোববার সকালে পৌরসভা হাইস্কুলে আসার পথে স্কুল গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

জয়পুরহাট : জেলার পাঁচবিবিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক মোস্তাকিম নিহত হয়েছে। রোববার পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি টিএন্ডটি পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মোস্তাকিম পাঁচবিবি উপজেলার পাটাবুকা গ্রামের রুহুল আমিনের ছেলে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ মিতু আক্তার নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউনিয়নের সুরাবই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। অটোযাত্রী মিতু হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরপুর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী।

ভোলা : ভোলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ব্যবসায়ী হেমায়েত উদ্দিন মারা গেছেন। শুক্রবার রাতে বাংলাবাজার পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

গোলাপগঞ্জ (সিলেট) : সিলেটের গোলাপগঞ্জে শনিবার পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক সানজু আহমদ নিহত হয়েছেন। তিনি উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের নিশ্চিত গ্রামের আব্দুল আজিজ ছাদিরের ছেলে।

কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নাহিদ ইসলাম নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ইছাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলচালক নাহিদ কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার মশাজান গ্রামের নজরুল ইসলামের ছেলে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম