ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ থাকবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এবার ঈদুল ফিতরের ছুটিতে বন্ধ থাকবে মেট্রোরেল। পাশাপাশি নিয়ম মেনে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও বন্ধ থাকবে মেট্রোরেল। পূর্বের ঘোষিত সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন মেট্রোরেল সংশ্লিষ্টরা।
তারা আরও জানান, ঈদের সময় ঢাকার সড়ক ফাঁকা থাকে। আর ঈদ উদ্যাপনে ঢাকা ছেড়ে গেছে মানুষ। এ কারণে এ সময়ে যাত্রী কম থাকবে। এ ছাড়া মেট্রোরেল নিজস্ব কর্মীদের দিয়ে মেট্রোরেল পরিচালনা করছে। স্বাভাবিকের চেয়ে তাদের কর্মীর সংখ্যা কম। এজন্য ঈদের দিন মেট্রোরেল চালু রাখলে সবাইকে ঈদ উৎসব বাদ দিয়ে মেট্রোপরিচালনায় ব্যস্ত থাকতে হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, রমজানের প্রথম দিকে মেট্রোরেলে দুই লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। আর গত পাঁচ দিনে চলাচল করেছে দুই লাখ ৯০ হাজার।