Logo
Logo
×

খবর

ঢাকায় ৩ দিনব্যাপী জুয়েলারি পণ্যের মেলা শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) আয়োজনে বৃহস্পতিবার তৃতীয়বারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী জুয়েলারি পণ্যের মেলা। আয়োজকরা আশা করছেন, দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে এ মেলা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এবারের মেলায় ৯টি প্যাভিলিয়ন, ১৭টি মিনি প্যাভিলিয়ন ও ১৫টি স্টলে দেশের স্বনামধন্য ৪১টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এদিন মেলার উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর। এ সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রফেসর ইমেরিটাস চিত্রশিল্পী রফিকুন নবী, বিশ্ববরেণ্য ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলসহ অন্যান্য বাজুস নেতা উপস্থিত ছিলেন।

প্রথম দিন ‘সেলিব্রিটিদের লাইফ স্টাইলে গহনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন সংসদ-সদস্য ও চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা, নৃত্যশিল্পী শামীম আরা নিপা, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ, চলচ্চিত্র তারকা অপু বিশ্বাস প্রমুখ।

মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীরা ১০০ টাকা টিকিটের বিনিময়ে প্রবেশ করতে পারবেন। তবে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগবে না। এছাড়া জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের বিভিন্ন ছাড় দিচ্ছে। শনিবার মেলা শেষ হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম