টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি দিল ডিপিডিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
টাঙ্গাইল শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। বুধবার এই স্বীকৃতি দেওয়া হয়। আজ এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে। শিল্প মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, জিআই পণ্যের স্বীকৃতি পেতে মন্ত্রণালয়ে ই-মেইলের মাধ্যমে মঙ্গলবার আবেদন করেছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। সম্প্রতি ভারত টাঙ্গাইল শাড়িকে তাদের জিআই হিসাবে স্বীকৃতি দিয়েছে। এর জেরে বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। বিষয়টি নজরে আসে শিল্প মন্ত্রণালয়ের। তড়িঘড়ি করে পণ্যটিকে জিআই হিসাবে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি নিয়ে সোমবার বৈঠক করে শিল্প মন্ত্রণালয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) টাঙ্গাইল থেকে অনলাইনে সভায় যুক্ত হন। এতে সিদ্ধান্ত নেওয়া হয় টাঙ্গাইল শাড়িকে ভারত তাদের জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্য ঘোষণা করায় আইন পদক্ষেপ নেবে বাংলাদেশ। প্রয়োজনে বিশ্ব মেধাসম্পদ সংস্থার (ডব্লিউআইপিও) মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় টাঙ্গাইলের তাঁতের শাড়িকে দ্রুতই জিআই স্বীকৃতি ও নিবন্ধন দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা হয়।
এছাড়াও মধুপুরের আনারস, নরসিংদীর লটকন ও সাগর কলা, ভোলার মহিষের কাঁচা দুধের দই ইত্যাদিসহ জিআই পণ্যের স্বীকৃতির জন্য যেসব আবেদন প্রক্রিয়াধীন, দ্রুতই তা শেষ করতে হবে বলা হয়। অনুষ্ঠানে দেশের ৬৪টি জেলা থেকে এক বা একাধিক পণ্য বা বস্তু খুঁজে বের করে আবেদন করার জন্য জেলা প্রশাসকদের অনুরোধ করা হয়েছে।