Logo
Logo
×

খবর

দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে আইনের পরিবর্তন করতে হবে: ইসি আহসান হাবিব

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, এপ্রিলের শেষ দিকে চারধাপে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে ইসি। স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলের দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল ইসির জন্য চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি রোববার দুপুরে খুলনার ফুলতলা রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে মাঠে ফুলতলা উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের পরিচালনায় সম্মানিত অতিথি ছিলেন নির্বাচন কমিশনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজির আহম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেএম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম