
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ০৩:২২ এএম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঢাকা-কক্সবাজার রেলরুটে এবার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত চালু হচ্ছে কমিউটার ট্রেন। এই রুটে বর্তমানে সরাসরি ঢাকা-কক্সবাজার দুটি ট্রেন চলাচল করে। এগুলো হলো ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’। চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফেব্রুয়ারি মাস থেকে প্রতিদিন দুটি কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে এসে রামু, ঈদগাঁও, ডুলাহাজারা, চকরিয়া, হারবাং, দোহাজারীসহ কয়েকটি স্টেশন হয়ে চট্টগ্রাম পর্যন্ত যাওয়া-আসা করবে।
ঢাকা-কক্সবাজার সরাসরি রেল যোগাযোগ চালুর জন্য চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণ করা হয়। একই সঙ্গে কক্সবাজারে নির্মাণ করা হয় আইকনিক রেলওয়ে স্টেশন। গত বছরের ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ ও রেলস্টেশন উদ্বোধন করেন। ১ ডিসেম্বর ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে যাত্রা করে প্রথম ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস’। একমাস পর এই রুটে যুক্ত হয় আরেকটি ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’। কক্সবাজার রেলয়ে স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানান, কর্তৃপক্ষ আগামী মাসেই এই রুটে কমিউটার ট্রেন চালুর চিন্তা করছেন। বর্তমানে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন, সকাল ও রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। আর সকাল ও বিকালে পুনরায় যাত্রী নিয়ে ট্রেন দুটি ফিরছে কক্সবাজারে।