Logo
Logo
×

খবর

ইউপিডিএফের রিপোর্ট

পার্বত্য চট্টগ্রামে ২০২৩ সালে ২৫ বিচারবহির্ভূত হত্যা

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মানবাধিকার পরিবীক্ষণ সেল ২০২৩ সালে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ওপর একটি রিপোর্ট বুধবার প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, ২০২৩ সালে পার্বত্য চট্টগ্রামে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ২৫ জন। গ্রেফতারের শিকার হয়েছেন ৪৯ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২১ জন। অপহৃত হয়েছেন ৪৩ জন এবং যৌন সহিসংতার শিকার হয়েছেন ২৩ জন নারী ও শিশু। এছাড়া ১৪ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। ১৩টি স্থানে ভূমি বেদখল অথবা বেদখলের চেষ্টা হয়েছে। পাহাড়িদের ওপর হামলার ঘটনা ঘটেছে ৭টি। ধর্মীয় হয়রানির ঘটনা ঘটেছে ৩টি। হয়রানির শিকার হয়েছেন ৫ জন। গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের ঘটনা ঘটেছে ৯টি। রাষ্ট্রীয় বাহিনীর বেপরোয়া গুলিবর্ষণের ঘটনা ঘটেছে ৬টি-যাতে ৪ জন নারী-পুরুষ গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং কম্বিং অপারেশনের কারণে অন্তত ৮২টি পাহাড়ি পরিবারের লোকজন অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম