কুমিল্লায় জামানত হারিয়েছেন ৭৬ প্রার্থী
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কুমিল্লায় জাতীয় পার্টির (জাপা) প্রার্থীসহ ৭৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনে কুমিল্লার ১১টি আসন থেকে অংশগ্রহণ করেন ৯৩ জন প্রার্থী। তাদের মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র ১৭ প্রার্থী জামানত হারাননি। তবে জাতীয় পার্টিসহ নির্বাচনে অংশগ্রহণকারী অন্য সব দলের সব প্রার্থীর জামানতই বাজেয়াপ্ত হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে পাওয়া ফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কুমিল্লায় এবার ২১টি দল নির্বাচনে অংশগ্রহণ করে। ওই ২১টি দল থেকে প্রার্থী হন ৭৩ জন। স্বতন্ত্র থেকে নির্বাচন করেন ২০ জন। আওয়ামী লীগ থেকে ১১ জন, জাতীয় পার্টি থেকে ১১ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে সাতজন, ইসলামী ঐক্যজোট থেকে পাঁচজন, তৃণমূল বিএনপি, বাংলাদেশ কংগ্রেস ও গণফ্রন্ট থেকে চারজন করে; গণফোরাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ও কৃষক শ্রমিক জনতা লীগ থেকে তিনজন করে; বিএনএফ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাসদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে দুজন করে; ন্যাপ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে একজন করে প্রার্থী নির্বাচনে অংশ নেন।
২০ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছিলেন ১০ জন। তাদের মধ্যে চারজন বিজয়ী হয়েছেন। চারজন জামানত হারিয়েছেন।