Logo
Logo
×

খবর

জাপানে ইন্টার্নশিপের সুযোগ পেলেন ইস্টার্ন ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী

Icon

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জাপানের টোকিও ও ওসাকা শহরের দুটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন ইস্টার্ন ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থী। জাপান ও বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের মধ্যে ‘ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ প্রোগ্রাম’ বিষয়ে এক সমঝোতা চুক্তির আওতায় শিক্ষার্থীরা এ সুযোগ পেলেন। ২০২৪ সালের জানুয়ারিতে তারা কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। শিক্ষার্থীদের ইন্টার্নশিপপ্রাপ্তি উপলক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজ্জম। উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন এর সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শামসুল হুদা, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. গোলাম রব্বানী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. এসএম সিরাজী, ইংরেজি বিভাগের চেয়ারপারসন রওশন আরা, এমবিএ ও ইএমবিএ’র পরিচালক তাসনুভা রহমান, ফার্মেসি বিভাগের চেয়ারপারসন আবু বিন ইহসান এবং রেজিস্ট্রার ড. আবুল বাশার খান। সংবাদ বিজ্ঞপ্তি

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম