অপপ্রচার চালানো হচ্ছে শিক্ষাক্রমের পরিবর্তন নিয়ে: শিক্ষামন্ত্রী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাক্রমে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। রটানো হচ্ছে গুজবও। যারা কোচিং ও গাইড বই বিক্রি করছেন তারাও এর সঙ্গে যুক্ত রয়েছেন। এই শিক্ষাক্রমের পরিবর্তন বিষয়ে অভিভাবকদেরও সচেতন হতে হবে। সারা দেশের শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা এই শিক্ষাক্রমের বাস্তব চিত্র তুলে ধরে বলছেন, বর্তমান শিক্ষাক্রমে বেশ আগ্রহী শিক্ষার্থীরা।
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শুক্রবার ঢাবিয়ান চাঁদপুরের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক, সরকার, অর্থনীতি ও স্মার্ট সমাজ এই চারটি স্মার্ট বাংলাদেশের স্তম্ভ। আর এর কেন্দ্র হচ্ছে স্মার্ট নাগরিক। এটি হতে হলে শিক্ষার দিকে অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি ও মনোভাব নিয়ে তৈরি হতে হবে তার সবকিছু আমরা আমাদের নতুন শিক্ষাক্রমে নিয়ে এসেছি।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চাঁদপুর জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঢাবিয়ান চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। এতে ঢাবিয়ান চাঁদপুরের আহ্বায়ক ও চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক আলমগীর হোসেন বাহার সভাপতিত্ব করেন।