Logo
Logo
×

খবর

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্বে থাকা অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। আগামী ৪ নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্মসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২০২০ সালের জুন থেকে অধ্যাপক মাকসুদ কামাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছেন। তিনি যুক্তরাজ্যের বিখ্যাত ইউনিভার্সিটি অব লন্ডন কলেজে ভিজিটিং প্রফেসর হিসাবে এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত নিয়োগ লাভ করেছেন।

এই বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিস্ক অ্যান্ড ডিজাস্টার রিডাকশনে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিতে চারবার সভাপতি ও তিনবার সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগ-সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বেও ছিলেন তিনি।

এছাড়াও তিন মেয়াদে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও মহাসচিব এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্যসেন হলের প্রাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন তিনি। অধ্যাপক মাকসুদ কামাল ২০০০ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম