গুচ্ছে ৫ম পর্যায়ে ভর্তিতে নির্দেশনা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
জবি প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষের পঞ্চম (বিশেষ) পর্যায়ে ভর্তির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ভর্তি কমিটি। বৃহস্পতিবার গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
নির্দেশনায় বলা হয়, পঞ্চম পর্যায়ে প্রাথমিক ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি ও ফি প্রদান ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের (https://gstadmission. ac.bd/) মাধ্যমে সম্পন্ন করতে হবে।
চূড়ান্ত ভর্তি ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ ওই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে চতুর্থ পর্যায়ে ভর্তির পর গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ২২০টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ছাত্রছাত্রী ভর্তির জন্য পঞ্চম পর্যায়ে (বিশেষ) ভর্তির বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।