ইউল্যাব-ইউএনএইচসিআরের ৫ সপ্তাহব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আগামী ৬ অক্টোবর থেকে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব- ডিআইএমএফএফ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে আয়োজন করবে পাঁচ সপ্তাহব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এটি যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এ কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ‘ফোর্সড টু ফ্লি’ থিমের ওপর তারা চলচ্চিত্র নির্মাণ করবে, এটি ডিআইএমএফএফ-এর দশম সংস্করণের জন্য ইউএনএইচসিআর-এর সহায়তায় তৈরি একটি নতুন বিভাগ।
কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রগুলোতে ফুটে উঠবে উদ্বাস্তুদের অভিজ্ঞতা-সহিংসতা, নিপীড়ন, সংঘাত বা মানবাধিকার লঙ্ঘনের কারণে তারা স্বদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে থাকবে তাদের আশ্রয় দেওয়া মানুষদের অভিজ্ঞতাও।
কর্মশালাটি ৪ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে চলবে। এই কর্মশালায় অংশগ্রহণ থাকবে সম্পূর্ণ ফ্রি। এটির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি।