Logo
Logo
×

খবর

ইউল্যাব-ইউএনএইচসিআরের ৫ সপ্তাহব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা

Icon

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামী ৬ অক্টোবর থেকে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব- ডিআইএমএফএফ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে আয়োজন করবে পাঁচ সপ্তাহব্যাপী মোবাইল চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। এটি যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ কর্মশালায় শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে এবং ‘ফোর্সড টু ফ্লি’ থিমের ওপর তারা চলচ্চিত্র নির্মাণ করবে, এটি ডিআইএমএফএফ-এর দশম সংস্করণের জন্য ইউএনএইচসিআর-এর সহায়তায় তৈরি একটি নতুন বিভাগ।

কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রগুলোতে ফুটে উঠবে উদ্বাস্তুদের অভিজ্ঞতা-সহিংসতা, নিপীড়ন, সংঘাত বা মানবাধিকার লঙ্ঘনের কারণে তারা স্বদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সেই সঙ্গে থাকবে তাদের আশ্রয় দেওয়া মানুষদের অভিজ্ঞতাও।

কর্মশালাটি ৪ নভেম্বর পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে চলবে। এই কর্মশালায় অংশগ্রহণ থাকবে সম্পূর্ণ ফ্রি। এটির নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম