Logo
Logo
×

খবর

এআইইউবি ও অ্যাডামাস ভার্সিটির মধ্যে চুক্তি

Icon

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) মিডিয়া ও গণযোগাযোগ বিভাগ (এমএমসি) এবং কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের মধ্যে ১১ সেপ্টেম্বর সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবে। সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় এআইইউবি’র কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ১০ শিক্ষার্থী এবং সহযোগী ডিন অধ্যাপক ড. এবিএম রহমতুল্লাহ, বিভাগের শিক্ষক নিয়াজ মজুমদারসহ একটি প্রতিনিধিদল কলকাতার অ্যাডামাস ইউনিভার্সিটির টিচিং অ্যান্ড ল্যানিং প্রোগ্রাম বিষয়ক কর্মশালায় অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম