ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শনিবার ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে ফল ২০২৩ সেমিস্টারের নবীনদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সি’র প্রধান ইন্সপাইরেশনাল অফিসার গোলাম সামদানি ডন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান নবীনদেরকে ডিন ও বিভাগীয় প্রধানদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ইউল্যাবের বিভিন্ন কার্যক্রম যেমন অ্যাডভেঞ্চার ক্লাব ট্যুর, ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ডস ইত্যাদির উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, প্রধান, অনুষদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।