Logo
Logo
×

খবর

বিভাগে শিক্ষক নিয়োগের দাবি

বশেমুরবিপ্রবি উপাচার্য দিনভর অবরুদ্ধ

Icon

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষক নিয়োগের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করছেন। তিনজন করে স্থায়ী ও অস্থায়ী শিক্ষক নিয়োগের দাবিতে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন ওই বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী। কর্মসূচি এখনো চলছে। এতে সোমবার সারাদিন বশেমুরবিপ্রবি উপাচার্যকে অবরুদ্ধ করেন রাখেন শিক্ষার্থীরা। তাদের দাবি মেনে না নিলে চলমান কর্মসূচি বহাল রেখে ক্লাস-পরীক্ষা বর্জন, আমরণ অনশনসহ উপাচার্যের পদত্যাগের বিষয়ে কঠোর কর্মসূচি শুরু করার ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, সোমবার সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয় সংলগ্ন পথ অবরোধ করে এই কর্মসূচি শুরু করেন। পরে বিকালে একই দাবি আদায়ে প্রশাসনিক ভবনের উভয় গেটে তালা ঝুলিয়ে আন্দোলন করেন তারা। এতে উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গ আটকা পড়েন। ওই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আছান উল্লাহ বলেন, দীর্ঘদিন ধরে আমাদের পর্যাপ্ত শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রম পিছিয়ে পড়েছে। সোমবার বিকালে অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব গেটের ভেতরে থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি আগামী দুই কার্যদিবসের মধ্যে শিক্ষার্থী প্রতিনিধিসহ ইউজিসি গিয়ে শিক্ষক নিয়োগের বিষয়ে আবেদন করার আশ্বাস দেন। তিনি বলেন, তাদের কয়েকজন শিক্ষক শিক্ষা ছুটিতে থাকায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। আশা করি, দ্রুত সমাধান করতে পারব। পরে অন্যান্য কর্মকর্তাসহ নিজ কার্যালয়ের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান উপাচার্য।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম