Logo
Logo
×

খবর

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আগামী ১০ আগস্ট একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে। মোট তিন দফায় শিক্ষার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ ও ফল প্রকাশ করা হবে। সফটওয়্যারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শিক্ষার্থী বাছাই শেষে নির্বাচিতদের নিয়ে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর। সোমবার ভর্তি সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। অনলাইনে জুম প্ল্যাটফরমে আয়োজিত এই সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি যুগান্তরকে বলেন, এবারও শিক্ষার্থীরা শুধুই অনলাইনে আবেদন করবে। প্রথম দফায় ২০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি কলেজ আবেদন পছন্দ তালিকায় দিতে হবে। সেখান থেকে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের কলেজ দেওয়া হবে।

জানা গেছে, গত বছরের সঙ্গে আবেদনের শর্তে এবার তেমন নতুনত্ব নেই। শিক্ষার্থীদের আবেদন ফি বাবদ ১৫০ টাকা দিতে হবে। এবারও কলেজ ও মাদ্রাসার আবেদন একসঙ্গে নেওয়া হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ক্ষেত্রে টেলিটক সিমের মাধ্যমে আবেদন নেওয়া হবে। পরে বোর্ডে থাকা শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা করা হবে। এবার একাদশ শ্রেণিতে অন্তত ১৮ লাখ ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম