Logo
Logo
×

খবর

সিসিক নির্বাচন

আনোয়ারুজ্জামানের হলফনামা নিয়ে ইসিতে অভিযোগ

আফতাবের জামিন

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হলফনামার তথ্য অসত্য দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন এক ব্যক্তি। সোমবার নগরীর নরসিংটিলার বাসিন্দা এ কে এম আবু হুরায়রা সাজু হলফনামায় মেয়র প্রার্থীর জন্মতারিখ ও শিক্ষাগত যোগ্যতা সঠিক নয় দাবি করে প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন।আবু হুরায়রা লিখিত অভিযোগে বলেছেন, আনোয়ারুজ্জামান চৌধুরী হলফনামায় জন্মতারিখ ১৯৭০ সালের ১ জুলাই উল্লেখ করেছেন। অথচ রেজিস্ট্রেশন, প্রবেশপত্র ও সনদপত্র অনুযায়ী জন্মতারিখ ১৯৭২ সালের ১ জুলাই। এছাড়াও শিক্ষাগত যোগ্যতা বিএ (সম্মান) উল্লেখ করেছেন। কিন্তু তিনি ১৯৮৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন, যার রেজিস্ট্রেশন নম্বর ৮৪২০৮ এবং শিক্ষাবর্ষ ১৯৮৬-১৯৮৭। অভিযোগের বিষয়ে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, আমার নয়, অভিযোগের তথ্যই ভুয়া। নির্বাচন সামনে রেখে এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের বলেন, যাচাই-বাছাইয়ের আগে অভিযোগ পেলে তথ্য যাচাই-বাছাই করা যেত। এখন আমাদের আর কিছুই করার নেই।

আলোচিত প্রার্থী আফতাবের জামিন : প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার গেটে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মহানগর স্বেচ্ছসেবক লীগের সভাপতি ও আলোচিত কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। মঙ্গলবার উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে তিনি জামিন নেন। হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেইন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ তার ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এদিকে মহড়ার ঘটনায় তার মনোনয়ন কেন বাতিল হবে না এই মর্মে ইসির জারি করা নোটিশের আজ বুধবার সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ইসি গত সোমবার কাউন্সিলর আফতাব হোসেন খানকে এ নোটিশ দিয়েছিল।

ভোটারদের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ : সিলেটে ভোটারদের ইভিএমে ভোট দেওয়ার বিষয়ে সচেতন করতে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভোটার প্রশিক্ষণ কার্যক্রম। ৪২টি ওয়ার্ডকে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডভিত্তিক ১৪টি টিম প্রতিদিন একটি করে সাধারণ ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত করবে বলে জানিয়েছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন। তিনি বলেন, বুধবার থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামীকাল শুক্রবার শেষ হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম