সড়ক দুর্ঘটনা
কালীগঞ্জে বাইসাইকেল আরোহী ও ঝিনাইদহে ভ্যানচালক নিহত
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিন রাত ৮টার দিকে রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হন। প্রতিনিধিদের পাঠানো খবর-
কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহে নিহত বাইসাইকেল আরোহীর নাম মজিদ বিশ্বাস। তিনি দুলাল মুন্দিয়া গ্রামের মৃত বুধই বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, কালীগঞ্জ শহর থেকে দুলাল মুন্দিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন মজিদ বিশ্বাস। পথে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে পৌঁছলে যশোরগামী নারিশ পোলট্রি ফিডের একটি কাভার্ডভ্যান বাইসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন দুলাল বিশ্বাস। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, কাভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়েছে।
রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় নিহত ভ্যানচালকের নাম প্রহল্লাদ দেবনাথ। তিনি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মৃত রনজিত দেবনাথের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রহল্লাদ ভ্যান চালিয়ে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গ্রামের বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় সোনাপুরগামী একটি ট্রাক রতনদিয়া ইউনিয়নের আচ ব্রিজ এলাকায় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক প্রহল্লাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস যুগান্তরকে বলেন, ভ্যানচালক প্রহল্লাদ নিহত হওয়ার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।