Logo
Logo
×

খবর

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আলোচনা সভা

Icon

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রোববার উদযাপন করা হয়েছে। কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে স্থায়ী ক্যাম্পাস গুলশানের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। রেজিস্ট্রার মো: মনিরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তৃব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ হাফিজুল ইসলাম মিয়া। ছাত্রবিষয়ক বিভাগের অতিরিক্ত পরিচালক আবদুল মতিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ও সেন্টার অব জেনারেল এডুকেশনের কো-অর্ডিনেটর ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ। প্রবন্ধের ওপর বক্তব্য রাখেন আইন বিভাগের প্রধান মুহাম্মদ আজহারুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম