Logo
Logo
×

খবর

শাহজাদপুরে মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে হত্যা, আটক তিন

Icon

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্ছাদি উত্তরপাড়া গ্রামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শিশুটির নাম রিদওয়ান ইসলাম। বাবার নাম মো. মমিরুল ইসলামে। দিওয়ান নগরডালা বাজারের হাবিবুল্লাহ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণিতে পড়ত। এ ঘটনায় পুলিশ তিন ঘাতককে আটক করে।

শিশুটির চাচা কামরুল ইসলাম বলেন, শুক্রবার বিকালে রিদওয়ান বাড়ির পাশে খেলা করছিল। এরপর তাকে আর পাওয়া যায়নি। ওইদিন রাতে একটি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে অপহরণকারীরা শিশুটির বাবা মমিরুলের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং তা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। ওইদিন রাতেই মমিরুল রিদওয়ানকে বাঁচাতে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠায়। এরপর থেকেই অপহরণকারীদের ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে মমিরুল সন্দেহভাজন তিনজনকে আসামি করে শাহজাদপুর থানায় অভিযোগ করেন। ১৮ মার্চ রাতে অপহরণকারী তিনজনকে গ্রেফতার করে শাহজাদপুর থানা পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার সকালে আসামিদের সঙ্গে নিয়ে পুলিশ শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া দহবিল ঘাসের জমি থেকে শিশুটির লাশ উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা আইনে মামলা হয়েছে। আসামিরা হলো উপজেলার রতনকান্দি গ্রামের আলাউদ্দিনের ছেলে সাগর (১৯), আব্দুল জলিল ভক্তের ছেলে ভ্যানগাড়িচালক নাঈম (২০) ও জিগারবাড়িয়া গ্রামের আব্দুল হালিমের ছেলে সাখাওয়াত (১৯)।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম