জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইনবিষয়ক সেমিনার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
‘তথ্য অধিকার আইন ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার ড. আবদুল মালেক। সেমিনারে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনের পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ) ড. মো. আব্দুল হাকিম। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. চঞ্চল কুমার বোসের পরিচালনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। সংবাদ বিজ্ঞপ্তি।