Logo
Logo
×

খবর

বুয়েট প্রশাসনের প্রশংসা করলেন শিক্ষামন্ত্রী

Icon

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বর্তমান প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পলাশীর ইসিই ভবনের রাইজ সম্মেলন কক্ষে বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) উদ্যোগে রিসার্চ গ্র্যান্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শিক্ষামন্ত্রী এ প্রশংসা করেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার বিশেষ অতিথি ও বুয়েটের উপউপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার স্বাগত বক্তৃতা করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম