ব্রাহ্মণবাড়িয়ায় চোর ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চোর ধরতে গিয়ে চোরের ছুরিকাঘাতে পারভেজ (২২) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত ২টায় উপজেলার চরকাকরিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ চরকাকরিয়া গ্রামের উবায়েদ উল্লার ছেলে।
জানা যায়, সোমবার রাত ২টার দিকে একদল চোর নিহতের বড় ভাই হুমায়ুনের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি করে। পালিয়ে যাওয়ার সময় মেঘনা নদীর পাড়ে জেলেদের চোখে পড়ে। জেলেরা হুমায়ুনকে খবর দেয়। হুমায়ুন তার ছোট ভাই পারভেজকে নিয়ে গরু চোরকে ধরতে মেঘনা পাড়ের দিকে যান। তখন ৪-৫ জন চোর পারভেজকে ধরে টেনেহিঁচড়ে মেঘনার পাড়ের কাছে নিয়ে যায়। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই সামনে যেতে চাইলে তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেয় চোরেরা। চোরের দলের সদস্যরা পারভেজকে উপর্যুপরি ছুরিকাঘাত করে।