চবির ভর্তি পরীক্ষা শুরু ১৬ মে
চবি প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ মে। শেষ হবে ২৫ মের মধ্যে। রোববার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম একবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ডিনদের সমন্বয়ে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ যুগান্তরকে বলেন, ১৬ মে থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। বিস্তারিত সময়সূচি ও ভর্তি আবেদনের তারিখ পরে জানানো হবে।