Logo
Logo
×

খবর

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

Icon

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তরুণ চাকরিপ্রত্যাশীদের তাদের স্বপ্নের প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয়েছে আইইউবিএটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২৩। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী চলে এ আয়োজন। দেশি-বিদেশি মোট ১০১টি প্রতিষ্ঠান আট শতাধিক পদে যোগ্য প্রার্থী খুঁজে নিতে অংশ নেয় এই আয়োজনে। সারা দেশের চাকরিপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত ছিল এ আয়োজন। আয়োজন চলাকালে ১১টি চাকরিদাতা প্রতিষ্ঠান সরাসরি জীবনবৃত্তান্ত সংগ্রহ, বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। বাকি প্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে বলে আয়োজক কমিটি জানায়। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম