বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ষষ্ঠ সমাবর্তন-২০২৩ বুধবার মিরপুর সেনানিবাসে বিইউপি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সভাপতি ছিলেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বক্তৃতা করেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। সমাবর্তনে ৩৬ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল ও ২৯ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল প্রদান করা হয়। ৪৮৮০ জন গ্র্যাজুয়েট ও সমাবর্তনে অংশ নেন। আইএসপিআর।