বিইউপিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এই দিনটিকে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করে। মায়ের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন সেই ভাষা শহিদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। দিনের শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সকালে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়া বিজয় অডিটোরিয়ামে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম। সংবাদ বিজ্ঞপ্তি।