Logo
Logo
×

খবর

তেঁতুলিয়া সীমান্তে আহত ১

মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুরের শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক এ তথ্য নিশ্চিত করেন। নিহতের নাম আরিফুল ইসলাম। তিনি শ্যামকুড় পশ্চিমপাড়ার আফেজ উদ্দিনের ছেলে।

ইউপি চেয়াম্যান জানান, আরিফুল ইসলামসহ অন্তত ৫ জন মঙ্গলবার রাতে সীমান্তের ওপারে গরু আনতে যান। এ সময় বিএসএফ গুলি ছুড়লে ঘটনাস্থলেই নিহত হন আরিফুল। অন্য সহযোগীরা পালিয়ে ফিরে আসেন।

তিনি আরও জানান, লাশ পড়ে আছে ভারতের নদীয়া জেলার হাঁসখালি সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে। এ খবর ছড়িয়ে পড়লে নিহতের গ্রামে শোকের ছায়া নেমে আসে। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।

তেঁতুলিয়ার সীমান্তে পাথর শ্রমিক আহত : পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ (৩০) নামের এক পাথর শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বাবার নাম তসিরুল। বুধবার সকালে জায়গীরজোত সীমান্তেরর মেইন পিলার ৭৩১-এর সাব পিলার ৭-এর এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিদিনের মতো পাথর শ্রমিকের একটি দল মহানন্দা নদীর বালুর স্ল্যাব কেটে পাথর উত্তোলন শুরু করে। এ সময় ভারতের ১৭৬ ব্যাটালিয়ন মহানন্দা বিওপির টহলরত বিএসএফ জওয়ানরা তাদের দেখে অতির্কিত গুলি ছুড়লে ফরিদের বাম পায়ের ঊরুতে গুলি লাগে। তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম