Logo
Logo
×

খবর

ড্যাফোডিল ইউনিভার্সিটির স্থায়ী সনদ অর্জন

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষার পরিবেশ, গুণগত মান, শিক্ষা প্রদানসংক্রান্ত সব কর্মক্ষমতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শর্ত পূরণসহ সার্বিক বিষয় মূল্যায়ন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে স্থাপন ও পরিচালনার সনদপত্র দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩১ জানুযারি মন্ত্রণালয়ের এক চিঠিতে বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানো হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মতামত অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০-এর ১০ ধারা মোতাবেক ড্যাফোডিল ইউনিভার্সিটিকে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার জন্য এই সনদপত্র দেওয়া হয়।

২০০২ সালের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠার পর দীর্ঘ ২১ বছর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে এর ক্যাম্পাস। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম