Logo
Logo
×

খবর

র‌্যাগিংয়ে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: ববি উপাচার্য

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে। র‌্যাগিংয়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কেউ র‌্যাগিংয়ের শিকার হও তাহলে সেটি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করবে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাশ কার্যক্রম পরিদর্শন ও কুশল বিনিময়কালে উপাচার্য এসব কথা বলেন।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মো. ছাদেকুল আরেফিন বলেন, পরিবার, দেশ ও বীর মুক্তিযোদ্ধা-এই তিনটি বিষয়ের প্রতি তোমাদের দায়বদ্ধতা রয়েছে। এ বিষয়গুলোসহ স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা এবং আদর্শকে মন ও মননে গেঁথে তোমরা তোমাদের জীবনকে পরিচালিত করবে।

এছাড়াও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সব নিয়ম-কানুন মেনে চলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম