Logo
Logo
×

খবর

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি এমফিল ডিগ্রি প্রদানের অনুমোদন দাবি

Icon

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সভাপতি শেখ কবির হোসেন বলেছেন, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, অনেক ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে থাকলেও নানা কারণে এ বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সোমবার ঢাকায় সমিতির উদ্যোগে আয়োজিত সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কাজী নাবিল আহমেদ এমপি, এআইইউবির চেয়ারম্যান ইসতিয়াক আবেদীন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ারপারসন তামারা আবেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আনিস আহমেদ, ট্রেজারার কেবিএম মঈন উদ্দীন চিশতী প্রমুখ।

শেখ কবির বলেন, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি এবং এম ফিল করার পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। কিন্তু তাদের সেই সুবিধা দেওয়া হচ্ছে না। এটি বেসরকারি খাতের প্রতি বৈষম্য। অবিলম্বে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে এর অনুমতি দিতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম