নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগ কর্তৃক আয়োজিত হয় স্প্রিং ২০২৩ সেশনের নবীনবরণ। ২১ জানুয়ারি ইউল্যাবের রিসার্চ বিল্ডিংয়ে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের শুভেচ্ছা জানান বিভাগের পুরোনো শিক্ষার্থীরা। এরপর এমএসজে বিভাগের প্রধান ড. জুড উইলিয়াম হেনিলো নতুন ছাত্রছাত্রীদের অভ্যর্থনা জানিয়ে বিভাগের শিক্ষা-কার্যক্রম, বিভিন্ন শিক্ষানবিস ও আউটরিচ প্রোগ্রাম, কারিকুলাম ইন্টি গেশন সম্পর্কে কথা বলেন। নবীনদের ক্যাম্পাস ঘুরিয়ে দেখানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি।