আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় ও ওয়ান ব্যাংকের মধ্যে এমওইউ সই
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ওয়ান ব্যাংকের মধ্যে একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। ওয়ান ব্যাংক সিএসআর ফাউন্ডের মাধ্যমে একটি অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী দিয়েছে বিশ্ববিদ্যালয়কে। আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সোমবার অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী প্রদান ও এমওইউ সই অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এমওইউতে সই করেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ও ওয়ান ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মোস্তাফিজ। অ্যাম্বুলেন্সের ডামি চাবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর হাতে তুলে দেন ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এএসএম শহিদুল্লাহ খান। সংবাদ বিজ্ঞপ্তি।