রিয়ার এডমিরাল মুসা বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন মোংলা পোর্টের বর্তমান চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। তিনি বর্তমান উপাচার্য রিয়ার এডমিরাল (অব.) এম খালেদ ইকবালের স্থলাভিষিক্ত হবেন। রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা ২৬ জানুয়ারি ১৯৮৫ সালে বাংলাদেশ নেভাল একাডেমিতে যোগদান করেন। অত্যন্ত দক্ষতা এবং সফলতার সঙ্গে নৌবাহিনীর ৬টি যুদ্ধ জাহাজে অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন। যার মধ্যে অন্তর্ভুক্ত পেট্রল ক্রাফট অফশোর, পেট্রল ভেসেল এবং সর্বাধুনিক যুদ্ধ জাহাজ বিএনএস বঙ্গবন্ধু। সংবাদ বিজ্ঞপ্তি।