এনএসইউ’র প্লাজায় নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য শীমা আহমাদ, শাহরিয়ার কামাল ও ইয়াসমিন কামাল। ২০২৩ সালের স্প্রিং সেমিস্টারের প্রায় দুই হাজার শিক্ষার্থী এনএসইউ’র চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছে। ভর্তি পরীক্ষায় কৃতিত্বের জন্য ৪৮ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি।