Logo
Logo
×

খবর

স্কয়ার টয়লেট্রিজের বার্ষিক বিক্রয় সম্মেলন

Icon

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন শনিবার কক্সবাজারে একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানির হেড অব অপারেশন্স, মালিক মোহাম্মদ সাঈদ, পরিচালক, অর্থ ও হিসাব, গোলাম কিবরিয়া, বিক্রয় ও ট্রেড মার্কেটিং বিভাগের প্রধান, আব্দুল কারিম ও বিপণন বিভাগের প্রধান, ড. জেসমিন জামানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র জানায়, শুধু ব্যবসা নয়, স্কয়ার টয়লেট্রিজের লক্ষ্য ভোক্তাদের সুস্থ ও সুন্দর জীবনযাত্রা উপহার দেওয়া। সুস্থ জীবনে সুন্দর থাকুন ভোক্তাদের কাছে এই প্রতিজ্ঞা নিয়ে কোম্পানিটি নিরলস কাজ করে চলেছে এবং মানুষের ব্যতিক্রমী চাহিদার কথা মাথায় রেখে পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন নতুন নতুন পণ্য বাজারজাত করে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম