ফ্যাশন টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু চট্টগ্রামে
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) উদ্যোগে ফ্যাশন টেকনোলজির ওপর বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছে চট্টগ্রামে। শনিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নগরীর একটি কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী এ সময় বলেন, আমরা স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক তৈরি করতে চাই। যারা হবে সৎ, দক্ষ, সহমর্মী, পরমতসহিষ্ণু ও অসাম্প্রদায়িক। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস নিয়ে এগিয়ে যাবে তারা। আমরা শিক্ষা ব্যবস্থায় রূপান্তর ঘটাচ্ছি, একেবারে প্রাক-প্রাথমিক থেকে উচ্চতর স্তর পর্যন্ত। আমরা চাই প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই ভাষা, আইটি, উদ্যোক্তা হওয়া শিখুক। তারা চাকরিদাতাকে বলবে না সুযোগ দেন। দক্ষ জনশক্তি হয়ে বের হবে তারা
চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (সিবিইউএফটি) নামের এ বিশ্ববিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, পরিচালক মো. ওমর ফারুক ও এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। গেস্ট অব অনার ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। এতে সভাপতিত্ব করেন সিবিইউএফটি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী।
বিজিএমইএ সূত্র জানায়, মার্চে সিবিইউএফটিতে ভর্তি কার্যক্রম শুরু হবে। চারটি বিভাগে ৩৫ জন করে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসি। প্রথম সেমিস্টারে ১৪০ জন উচ্চশিক্ষার সুযোগ পাবেন। চট্টগ্রামের দক্ষিণ খুলশী বিজিএমইএ ভবনের অস্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে।