Logo
Logo
×

খবর

আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটির বিওটি চেয়ারম্যান নির্বাচিত

Icon

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শনিবার ঢাকার আশুলিয়ায় ইস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের বিদায়ী চেয়ারম্যান ড. শামসুদ্দোহা খন্দকার। ইতোপূর্বে আলী আজ্জম ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটির ভর্তি এবং শৃঙ্খলাবিষয়ক বোর্ড কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আলী আজ্জম মেসার্স ফাতেমা স্টিল করপোরেশনের স্বত্বাধিকারী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আল জামিল প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি দেশের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার উদ্যোক্তা, সাজনপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের একজন আজীবন দাতা সদস্য। তিনি জমিলা লতিফ ফাউন্ডেশনের চেয়ারম্যান। সংবাদ বিজ্ঞপ্তি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম