প্রধানমন্ত্রীর জনসভা ৪ ডিসেম্বর
বন্দরনগরী সাজছে নতুন সাজে
ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে * ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ নেতারা
এমএ কাউসার, চট্টগ্রাম
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে চট্টগ্রাম নগরী নতুন সাজে সাজছে। দিনরাত নগরীর ভাঙা সড়ক মেরামত করা হচ্ছে। আখতারুজ্জামান চৌধুরী বাবু ফ্লাইওভার, এমএ মান্নান ফ্লাইওভারের মাঝখানের অংশে ল্যাম্পপোস্টে নৌকার আকৃতিতে এলইডি বাতি লাগানোয় সড়কে আলো ঝলমল করছে। জনসভা সফল করতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা ব্যস্ত সময় পার করছেন। সভাস্থল পলোগ্রাউন্ডসহ এর আশপাশের এলাকায় পাল্লা দিয়ে ব্যানার-ফেস্টুন সাঁটানো হচ্ছে।
৪ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহ্যবাহী পলোগ্রাউন্ড মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে নগরীকে সাজিয়ে তুলতে নানা কর্মযজ্ঞ চলছে। সড়কের ভাঙা আইল্যান্ড যেমন মেরামত করা হচ্ছে, তেমনই নতুন করে রং দিয়ে রাঙিয়ে তোলা হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কর্মীরা ভাঙা সড়কে পিচ ঢালাইয়ের কাজ করছেন। এদিকে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আওয়ামী লীগ নেতারা দফায় দফায় সভা করছেন। ইতোমধ্যে তারা মাঠ পরিদর্শন ও প্রস্তুতি সভা করেছেন। এ জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলাসহ মহানগর আওয়ামী লীগ যৌথ বর্ধিত সভা করেছে। ইতোমধ্যে স্থানীয় নেতাদের মধ্যে ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানোর প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে জনসভাস্থলে যাবেন, সেসব সড়ক ব্যানার, পোস্টারে ছেয়ে যাচ্ছে। ব্যানার ও তোরণ নির্মাণে গাছ-বাঁশের কাঠামোও কেউ কেউ তৈরি করেছেন।
বুধবার পলোগ্রাউন্ডসহ আশপাশের এলাকায় ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কের ছোট-বড় গর্তে কংক্রিট ও পিচ ঢালাইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন চসিকের প্রকৌশল বিভাগের কর্মচারীরা। কদমতলি মোড়ে সড়কের ভাঙা আইল্যান্ড নির্মাণ করতে দেখা গেছে। আইল্যান্ড ও ফুটপাত রং দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। বড় বড় গাছের গোড়ায় রং দেওয়াসহ নানা কর্মযজ্ঞ চলছে। শ্রীহীন হয়ে পড়া পাথুরে বাঘের গায়েও লেগেছে রংতুলির আঁচড়। ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষ্যে ২০১১ সালে নগরীর টাইগারপাস মোড়ে বাঘের তিনটি পাথুরে ভাস্কর্য নির্মাণ করা হয়, যা গোটা নগরীর নান্দনিকতাকে আরও বাড়িয়ে তুলেছিল। কিন্তু দীর্ঘদিন অযত্নে বিবর্ণ হয়ে উঠেছিল ভাস্কর্যগুলো। নতুন করে রাঙিয়ে তোলায় যেন প্রাণবন্ত হয়ে উঠেছে নগরীর টাইগারপাস মোড়।
জনসভা নিয়ে মঙ্গলবার রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের দপ্তরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে রাউজানের সংসদ-সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, রেলওয়ের জিএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ অংশ নেন। এছাড়া পিডিবি, পিডব্লিউডি, ওয়াসা, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য প্রকৌশলসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, পলোগ্রাউন্ডে ৭ ফুট উঁচু, ১২০ ফুট দৈর্ঘ্য এবং ১৪০ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হবে। এখানে ২০০ অতিথি বসতে পারবেন। মাঠে চার লাখ নেতাকর্মীসহ মাঠের বাইরে এক বর্গকিলোমিটারে ১০ লাখ মানুষের সমাগম হবে। তাদের প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি শোনানোর জন্য ৩০০ মাইক লাগানো হবে। সভা শেষে নেতারা পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন।